সুপার এইটের সঙ্গে ২০২৬ বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পিএম, ১৭ জুন ২০২৪

নেপালের বিপক্ষে শঙ্কা কাটিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো হয়েছে। প্রথমত, এই ম্যাচ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের আসরে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। একই সঙ্গে চলতি বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে জায়গা করে নিতে সমর্থ্য হওয়ায় ২০২৬ আসরে সরাসরি অংশ নেওয়ার টিকিটও হাতে পেয়ে গেছে বাংলাদেশ।

চলতি বিশ্বকাপের মতো ২০২৬ সালের আসরেও অংশ নেবে মোট ২০ দল। এর মধ্যে এই বিশ্বকাপের সেরা আট দল সরাসরি খেলতে পারবে। আয়োজক দেশ হিসেবে খেলতে পারবে ভারত ও শ্রীলঙ্কা।

এছাড়া টি-টোয়েন্টি র্যাংকিং অনুসারে খেলার সুযোগ পাবে আরও তিনটি দল। দলগুলে হলো- আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। অর্থাৎ ১২টি দল এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। বাকি ৮টি দল আসবে বাছাইপর্ব খেলে।

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।