টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ এএম, ১৮ জুন ২০২৪

সুপার এইট আগেই নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই তাদের আগের তিন ম্যাচের ৩টিতেই জিতেছে। সে হিসেবে আজকের ম্যাচ কেবল নিয়ম রক্ষার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের প্রথম স্বাদ পেতে হবে যেকোনো এক দলকে। আর অন্য দল অপরাজিত থেকেই পরের রাউন্ড খেলতে যাবে।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভমান পাওয়েলকে।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শাই হোপ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, আকিয়াল হোসেইন, আলজারি জোসেফ, গুদাকেশ মোতি, ওবেদ ম্যাকয়।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, নবিন-উল হক, ফজল হক ফারুকি।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।