আফগানিস্তানকে ‘ভয়ংকর’ দল বলছেন ভারতের কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ২০ জুন ২০২৪

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জিতেছে তারা। কিউইদের টপকে জায়গা করে নিয়েছে সুপার এইটে। আফগানরা সেমিফাইনাল খেলবে, এমন ভবিষ্যদ্বানীও করেছেন কেউ কেউ।

সুপার এইটে অবশ্য কঠিন লড়াইয়ের অপেক্ষা তাদের। প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে একটি ম্যাচেও হারেনি ভারত। এই টুর্নামেন্টেরও অন্যতম ফেভারিট রোহিত শর্মার দল। তবে দলটির হেড কোচ রাহুল দ্রাবিড় একেবারেই হালকাভাবে নিচ্ছেন না আফগানিস্তানকে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আমরা জানি আফগানিস্তান এই ফরম্যাটে কতটা বিপজ্জনক দল। এই বিশ্বকাপে আফগানিস্তান দল নিজেদের পারফরম্যান্স দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে তারা কতটা ভয়ংকর। অন্যান্য ফরম্যাটে তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা না থাকতে পারে।’

‘কিন্তু তাদের অনেক খেলোয়াড় বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে, আসলে আমাদের কিছু খেলোয়াড়ের চেয়ে তারা বেশিই এই ফরম্যাটে খেলে। এজন্য অবশ্যই তারা হালকাভাবে নেওয়ার মতো দল নয়। সুপার এইটে যোগ্য দল হিসেবেই খেলছে।’

আফগানিস্তানের বোলিং আক্রমণ যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলের কেউই একশ রানও করতে পারেনি তাদের বিপক্ষে। শেষ ম্যাচে অবশ্য ক্যারিবীয়রা করেছিল ২১৮ রান। তবুও আফগানদের বোলিং নিয়ে বেশ চিন্তায় আছেন দ্রাবিড়।

দ্রাবিড় বলেন, ‘সবদিক দিয়ে তাদের বোলিং আক্রমণ ভালো। এমনকি তাদের দুই পেসারও বেশ অভিজ্ঞ। ফারুকি এবং নবীন-উল-হক দুজনেই প্রচুর ক্রিকেট খেলেছেন, তারা দুজনেই বল সুইং করাতে পারেন। আমি মনে করি, তাদের বোলাররা বিশ্বজুড়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি খেলে। আমরা বুঝতে পারছি যে, আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এই ম্যাচে আমাদের ভালো খেলতে হবে।’

আইএইচএস/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।