বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ব্যাটার পান্ত

চেন্নাই টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। তৃতীয় দিনে ২৮ ওভার বল করেও কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ফেলে দিয়েছে সহজ ক্যাচও। অন্যদিকে রিশাভ পান্ত ও শুবমান গিলের আগ্রাসী ব্যাটিংয়ে মধ্যাহ্নবিরতির আগেই ৪৩২ রানের লিড নিয়েছে ভারত। এতে প্রচণ্ড চাপে পড়েছে বাংলাদেশ।
খারাপ দিনে বাংলাদেশকে নিয়ে হাস্যরসে মেতেছেন ভারতীয়রা।
আজ শনিবার প্রথম সেশনে ব্যাট করার সময় রসিকতা করে দর্শকদের নজর কেড়েছেন ভারতীয় ব্যাটার পান্ত। ফিল্ডিং সাজাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে শান্তকে ‘সহায়তা’ করেছেন তিনি।
ব্যাটিং করা অবস্থাতেই শান্তকে পরামর্শ দিচ্ছিলেন পান্ত। সেই দৃশ্যটি চোখে লেগেছে দর্শকদের। পড়েছে হাসির রোলও।
শান্তকে লক্ষ্য করে পান্ত বলেন, ‘এক ফিল্ডারকে এখানে নিয়ে আসো।’
Rishabh Pant to Shanto:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 21, 2024
Ek fielder yaha pe aayega bhai, yaha pe lagao (one fielder should be here).
- Shanto set a fielder where Pant indicated. pic.twitter.com/3alHC8IL94
ভারতীয় ব্যাটারের দেওয়া পরামর্শ অনুযায়ী নির্দেশিত স্থানে ফিল্ডার আনলেন শান্ত।
সামাজিত যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও দেখা গেছে, ‘সেখানে শান্তকে লক্ষ্য করে পান্ত বলেন, এখানে একটা ফিল্ডার নিয়ে আসো। এখানে বেশি ফিল্ডার নেই।’
পান্তের এমন হাস্যকর কাণ্ডে গাল ফুলিয়ে হেসেছেন ধারাভাষ্যকাররা। ভারতীয় উইকেটরক্ষকের রসিকতা বুঝে বিনোদন নিতে দেখা যায় দর্শকদেরও।
এমএইচ/জিকেএস