করোনা নিয়ে জামাল ভূঁইয়াদের যে উপদেশ দিলেন জেমি ডে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চারটি ম্যাচ স্থগিত হওয়ায় জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ছুটি নিয়ে চলে গেছেন ইংল্যান্ডে। সেখানে পরিবারের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছেন। জেমির সহকারী এবং বাফুফের একাডেমির দুই ইংলিশ কোচও চলে যাবেন দুই একদিনের মধ্যে।

দেশে ফিরে গেলেও কোচ জেমি ডে নজর রাখছেন তার শিষ্যদের ওপর। লন্ডন বসেও রাখছেন নিয়মিত যোগাযোগ। বাফুফে যে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব খেলা শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামে 'ক্লোজডোর' করতে চায় সে খবরও জানা আছে জামাল ভূঁইয়াদের কোচের। জানেন আগামীকাল (শনিবার) বাফুফের প্রফেশনাল ফুটবল লিগের জরুরী সভা হওয়ার কথাও।

বাফুফে ক্লাবগুলোর আর্থিক দিকটা বিবেচনা করে লিগ বন্ধ না করে চালিয়ে যাওয়ার কথা ভাবলেও জেমি ডে’র মতটা ভিন্ন। আজ (শুক্রবার) সন্ধ্যায় লন্ডন থেকে তিনি জাগো নিউজকে বলেছেন, ‘চারিদিকে যখন খেলা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কয়েকদিনের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগটাও বন্ধ রাখা দরকার। কারণ, এক ভেন্যুতে খেলা হলেও স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে। যদিও পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির ওপর।’

লিগ যদি চলমান থাকে সেক্ষেত্রে তার শিষ্যদের বিশেষ উপদেশ দিয়েছেন জেমি ডে। জামাল ভূঁইয়ারা যাতে সবসময় স্বাস্থ্য সচেতন থাকে সেদিকে খেয়াল রাখতে বলেছেন এ ইংলিশ কোচ, ‘আমি মনে করি, সবারই তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। প্রত্যেককেই তার নিজের এবং চারপাশের খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি নজরে রাখতে হবে।’

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।