অসহায় মানুষের পাশে নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় যে মানুষগুলো বেশি সমস্যায় পড়েছেন তারা হলেন দিনমজুর। দিন আনে দিন খান- এমন মানুষগুলো এখন অসহায়। অন্যের সাহায্য ছাড়া তাদের একদিনও চলে না। এমন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

যে যেভাবে পারছেন দাঁড়াচ্ছেন অসায় মানুষদের পাশে। ক্রীড়াঙ্গনের সামর্থ্যবানরাও নিজেদের মতো করে গরীব ও অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

আজ (শনিবার) সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় ৭০ পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। সকালে প্রত্যেক পরিবারকে তিনি চাল, ছোলা, মুড়ি, তৈল ও আলু প্রদান করেছেন। কিছু গরীব অসহায় মানুষের তালিকা তৈরি করে ডেকেছিলেন এবং নিজ উদ্যোগে তাদের সহায়তা করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা থেকে মুঠোফোনে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা সাবিনা খাতুন বলেছেন, ‘কয়েকদিন ধরেই আমি দেখছিলাম আশপাশের কিছু মানুষ কষ্ট করছেন। তখন আমি নিজের থেকে একটা তালিকা তৈরি করে আজ (শনিবার) সকালে ডেকেছিলাম। আমি যতটুকু পেরেছি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরা যদি তার আশপাশের মানুষগুলোকে দেখেন তাহলে কেউই না খেয়ে থাকবে না। আমাদের সবারই উচিত এই দুঃসময়ে অসহায়দের পাশে থাকা।’

আরআই/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।