করোনায় ২০০ অসহায় কোচের পাশে দাঁড়ালেন তরফদার রুহুল আমিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০২০

করোনভাইরাসের কারণে আর্থিক সংকটে পড়েছেন দেশের অনেক ফুটবল কোচ। এই অসহায় হয়ে পড়া দুস্থ কোচদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠণের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার মো. রুহল আমিন।

সেই তহবিল থেকে ইতিমধ্যে তিনি সারা দেশের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) মাধ্যমে ২০০ অসহায় ফুটবল কোচকে সহায়তা দিয়েছেন। আজ (শুক্রবার) বিকেলে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় তরফদার মো. রুহুল আমিন বলেছেন,‘বাংলাদেশের অর্থনীতিকে ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ফাইনান্সিয়াল প্যাকেজ ঘোষণা করেছেন। আমরা মনে করি এই প্যাকেজের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের পর্যায় থেকে সরকারে কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই দেশের ক্রীড়াঙ্গনের জন্য যদি সুনির্দিষ্ট করে একটা প্যাকেজ ঘোষণা করা যায়, যেখান থেকে যারা ফুটবলার তৈরির কারিগর, যারা কোচ আছেন, সংগঠক আছেন, যারা ফুটবলার আছেন, রেফারি আছেন তারা উপকৃত হবেন। যদি ব্যাংক থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ পায়, তাহলে তারা এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। পরিস্থিতির অনেকটা উত্তরণ ঘটবে।’

তরফদার মো. রুহুল আমিন দুস্থ কোচ-খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘গত সপ্তাহে আমি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে বলে এসেছি ফুটবলার তৈরির যারা কারিগর আছেন, কোচ আছেন, দুস্থ খেলোয়াড় যারা আছেন তাদের জন্য আমাদের উদ্যোগে একটা আর্থিক ফান্ড গঠন করছি। এই পর্যায়ে দেশের বিত্তশালি আরো যারা আছেন আমি আহ্বান জানাব, আপনাদের হাতকে একটু প্রসারিত করুন। ক্রীড়াঙ্গনে আমাদের যারা দুস্থ কোচ, অভাবি খেলোয়াড় আছেন, সংগঠক আছেন তাদেরকে একটু সার্পোট দিন। তাদেরকে সার্পোট দিলে বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রীড়াঙ্গন সুস্থ থাকবে। করোনার পরপর সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশকে গড়তে হবে। সমৃদ্ধশালী দেশ গড়তে ক্রীড়াঙ্গনকে সুস্থ রাখতেই হবে। এছাড়া কোনো বিকল্প নাই।’

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে এ ক্রীড়া সংগঠক বলেছেন, ‘আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা ঘরে থাকেন এবং ঘরে থেকে বাংলাদেশের করোনাকে মোকাবিলা করেন। করোনাকে সবাই মিলে যদি আমরা মোকাবিলা করতে পারি; তাহলে বাংলাদেশকে আমরা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারব।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।