মোনেম মুন্নার ঐতিহাসিক জার্সির ভিত্তিমূল্য দুই লাখ টাকা
আগামী শনিবার রাত সাড়ে ৯টায় নিলামে তোলা হবে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার ১৯৮৯ সালের প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী ঐতিহাসিক জার্সি। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম ট্রফিজয়ী দলের গর্বিত সদস্য ছিলেন মোনেম মুন্না। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তার জন্য মোনেম মুন্নার ঐতিহাসিক দুই নম্বর জার্সিটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী সুরভী মোনেম।
একই সঙ্গে রেফারি তৈয়ব হাসান বাবুর ঐতিহাসিক একটি জার্সিও নিলামে তোলা হবে। যে জার্সিটি ইতিমধ্যেই একজন ব্যবসায়ী ৫ লাখ ৫৫ হাজার টাকায় ক্রয় করবেন বলেন ঘোষণা দিয়েছেন। যার অর্থ এই ৫ লাখ ৫৫ হাজার টাকাই হবে রেফারি তৈয়ব হাসান বাবুর জার্সির ভিত্তিমূল্য।
মোনেম মুন্নার জার্সিটি ক্রয়ের প্রকাশ্য ঘোষণা দেননি কেউ। ব্যক্তিগতভাবে কয়েকজন সুরভী মোনেমের সঙ্গে যোগাযোগ করে জার্সিটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে মোনেম মুন্নার স্ত্রী ক্রয়ে আগ্রহীদের নিলামে অংশ নিতে বলেছেন।
মোনেম মুন্নার জার্সিটি কত টাকায় বিক্রি হবে তা নিয়ে আগ্রহ আছে তার ভক্তদের। কত টাকায় বিক্রি হয় সেটা নিলামের পরই জানা যাবে। তবে দেশের ফুটবলের অন্যতম সেরা এই তারকার ঐতিহাসিক জার্সিটির ভিত্তিমূল্য নির্ধারণ হয়েছে ২ লাখ টাকা।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমরা নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের সঙ্গে আলোচনা করে মোনেম মুন্নার জার্সির ভিত্তিমূল্য ২ লাখ টাকা নির্ধারণ করেছি। আমরা আশা করছি, ভালো দামেই বিক্রি হবে দেশের ফুটবলের অন্যতম সেরা তারকার ঐতিহাসিক জার্সিটি।’
আরআই/আইএইচএস/