মুন্নার আমানত মহৎ কাজে লাগালাম: সুরভী মোনেম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১০ মে ২০২০

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তার জন্য দেশের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার প্রয়াত মোনেম মুন্নার ঐতিহাসিক একটি জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন তার স্ত্রী সুরভী মোনেম। তবে গতকাল (শনিবার) রাতে অনুষ্ঠিত নিলামে বিক্রি হয়েছে দুটি জার্সি।

১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপের নির্ধারিত জার্সির সঙ্গে বিক্রি হয়েছে মুন্নার আবাহনীর একটি জার্সিও। এর মধ্যে জাতীয় দলের জাসিটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়, আবাহনীরটি ২ লাখ ১০ হাজার টাকায়।

মোনেম মুন্নার জার্সি মাত্র ৩ লাখ টাকা? এতে তার অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস ছিল, ফুটবল অঙ্গনেই অনেক মানুষ আছেন, যারা আরও বেশি দামে দেশের ক্ষণজন্মা এ ফুটবলারের জার্সিটি কিনতে পারতেন।

মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম অবশ্য দুটি জার্সি বিক্রিতে খুশি। তিনি চেয়েছিলেন মুন্নার জার্সি যেন সম্মানজনক মূল্যে বিক্রি হয়। তাই ৫ লাখ ১০ হাজার টাকায় দুটি জার্সি বিক্রি হওয়ায় তিনি অনেক খুশি।

নিলামের পুরো সময় লাইভে ছিলেন সুরভী মোনেম। সেখানে তিনি বারবার বলছিলেন, ‘এই জার্সি আমার কাছে মুন্নার আমানত হিসেবে ছিল। আমি অনেক যত্ন করে এগুলো রেখেছিলাম। মাঝে মধ্যে বের করে পরিষ্কার করে রাখতাম। মুন্না বেঁচে থাকলে এখন অসহায় মানুষের পাশে দাঁড়াত। আমি ওর রেখে যাওয়া আমানত বিক্রি করে মানুষের জন্য কিছু করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড়।’

আরআই/এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।