প্রতিভাবান ফুটবলারের খোঁজে এবার ভোলায় বাফুফে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

দেশজুড়ে প্রতিভাবান ফুটবলার খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই অংশ হিসেবে ভোলায় অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় বাছাইয়ের দুই দিনব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।

শহরের গজনবী স্টেডিয়ামে আজ (সোমবার) এই বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাছাই কার্যক্রমে সাত উপজেলার শতাধিক প্রতিভাবান খেলোয়াড় এতে অংশ নেন।

বাফুফের ফুটবল কোচ আফজাল হোসাইন জানান, ‘সারাদেশ থেকে আমরা বয়সভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই করছি। প্রথম পর্যায়ে আমরা জেলা পর্যায়ে বাছাই করছি। তারপরে বিভাগীয় পর্যায়ে বাছাইয়ের পর জাতীয় পর্যায়ে তাদের ক্যাম্পে ডাকা হবে। যারা চূড়ান্ত বাছাইয়ে টিকবেন, তাদের একাডেমিতে রেখে উন্নত প্রশিক্ষণ দিয়ে ফিফা এবং এএফসি কাপের যেসব খেলা হবে, সেখানে দল পাঠানো হবে। এখান থেকেই বিভিন্ন দল গড়ে উঠবে।’

বাছাই কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো: ফয়ছাল, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহকারী সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।