‘কাতারে দলের পারফরম্যান্স নিয়ে এখন কোনো মন্তব্য নয়’

আফগানিস্তানের বিপক্ষে হারতে হারতে ড্র, ভারতের বিপক্ষে শেষ ১২ মিনিটে লণ্ডভণ্ড বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচের প্রথম দুটিতে এই হলো জেমির দলের অবস্থা। ১৫ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে মিশন বিশ্বকাপ বাছাই।
আগামীতে জাতীয় দলের ৩০ ফুটবলারকে বেতনের আওতায় আনার ঘোষণার পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমানে কাতারে অবস্থান করা দলের সিলেকশন ও পারফরম্যান্স নিয়ে তার প্রতিক্রিয়া কী?
বাফুফে সভাপতি এখনই কাতার সফর নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজী হননি। ‘বিশ্বকাপ বাছাইয়ের গোটা বিষয় নিয়ে আলাপ করবো ১৫ তারিখের পরে। আমি যদি কোনো বক্তব্য দেই এখন এবং মন্তব্য করি, তার সরাসরি প্রভাব পড়বে দলে। এই কোয়ালিফাইংয়ের সিলেকশন, কোচ নিয়ে কোনো আলোচনাতেই যাবো না। সব খেলা শেষের পর’- বলেছেন বাফুফে সভাপতি।
আরআই/আইএইচএস/জিকেএস