১৬ কোটি মানুষের কাছে কৃতজ্ঞ আমরা: সাবিনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

রাত তখন ৯টা। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন উপস্থিত বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনকে নিয়ে।

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশে ফিরে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘সবাইকে সালাম। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতি, যারা আমাদের আজ এভাবে সংবর্ধনা দিয়েছে। আপনারা দেখেছেন চার-পাঁচ বছর ধরে বাফুফে ভবনে আমরা ক্যাম্পে আছি। সভাপতি স্যার বলেছিলেন কষ্ট করে যাও সফল হবা।
বাফুফে আমাদের যে সাপোর্ট দিয়েছে, আমরা তার ফল দিতে পেরেছি। আপনারা দোয়া করবেন আগামীতে আমরা দেশকে আরও ভালো ভালো ট্রফি উপহার দেব।'

কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘পরিবর্তন শুরু হয়েছিল ২০১২ সাল থেকে। এখানে বিশেষ টার্নিং পয়েন্ট ছিল, আগে বিভিন্ন ডিসিপ্লিন থেকে মেয়েরা আসতো ফুটবল খেলতে। তখন আমার সিদ্ধান্ত নিলাম, এভাবে ফুটবল হবে না। তাই আমরা প্ল্যান করে একটা প্রোগ্রামের মাধ্যমে প্রতিভা অন্বেষণ করলাম। ২০১৬ সালে ক্যাম্প শুরু হয়। তারপর থেকে প্রথম আমাদের পথচলা। ফেডারেশেনের সভাপতি থেকে শুরু করে সবার সমর্থন, মেয়েদের পরিশ্রম সব কিছু মিলিয়ে আমরা সফল হয়েছি।’

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।