চার বছর পর ঘরের মাঠে হারলো স্পেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২২

ঘরের মাঠে স্পেনের জয়যাত্রা থামিয়ে দিলো সুইজারল্যান্ড। নিজেদের দেশে ২০১৮ সালের অক্টোবরের পর থেকে প্রায় চার টানা ২২টি ম্যাচ অপরাজিত ছিল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এবার উয়েফা নেশনস লিগের ম্যাচে তাদেরকে ঘরের মাঠে হারের স্বাদ দিলো সুইসরা।

এ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে স্পেনের বিপক্ষে সুইজারল্যান্ড জিতেছে ২-১ গোলের ব্যবধানে। নেশনস লিগের চলতি আসরে এটিই স্পেনের প্রথম পরাজয়। যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান খুইয়েছে তারা। যা দখলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ১৮ ম্যাচে মাত্র একটি হেরেছিল স্পেন। সেটি ছিল ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ। সেই ম্যাচে ১-০ গোলে হারের পর শনিবার রাতে আবার হারলো লা রোজারা। এই পরাজয়ে তাদের ফাইনালসে যাওয়ার সমীকরণ বেশ কঠিন হয়ে গেলো।

Switzerland

গ্রুপের পাঁচ ম্যাচে দুই জয়, দুই ড্র ও এক পরাজয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে স্পেন। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। মঙ্গলবার রাতে শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। যেখানে জয়ের বিকল্প নেই স্পেনের সামনে। ড্র করলেই চলবে পর্তুগালের।

লা রোমারেডা স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি গোল করলে লিড নিয়ে নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে ফিরে জর্দি আলবার গোলে সমতা ফেরায় স্পেন। তবে তিন মিনিট পরই ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় সুইসরা। যা পরে জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।