‘আপনি ফুটবলের কিছুই বোঝেন না’, মেসির পাশে অ্যাগুয়েরো-ফ্যাব্রেগাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৯ নভেম্বর ২০২২

মেক্সিকোর জার্সি এবং পতাকাকে অপমান করেছেন লিওনেল মেসি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে আর্জেন্টাইন সুপারস্টারকে হুমকি দিয়েছেন মেক্সিকোর বিখ্যাত বক্সার ক্যানসেলো আলভারেজ। যা নিয়ে উত্তাল ফুটবল দুনিয়া। এবার মেসির পাশে দাঁড়িয়ে তার পক্ষে কথা বললেন তারেই স্বদেশী এবং ক্লাব সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো এবং সেস ফ্যাব্রেগাস।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে দুই গোলের ব্যবধানে ম্যাচ জিতে ড্রেসিংরুমে উদ্দাম আনন্দে মেতে ওঠেন আর্জেন্টাইন ফুটবলাররা। গুইলার্মো ওচোয়াদের হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো আর্জেন্টিনা। সে কারণে উদযাপনেও বাধ ভেঙেছিল তাদের। খালি গায়েই নাচ-গান করতে দেখা যায় মেসি-ডি মারিয়াদের। এমনকি টেবিলে উঠে পড়েন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

খালি গায়ে হাততালি দিতে দিতে সতীর্থদের গানে যোগ দেন মেসিও। তাদের সেই সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরপরই সমস্যায় পড়েন মেসি। পিএসজি তারকার কাণ্ড দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন মেক্সিকোর চ্যাম্পিয়ন বক্সার আলভারেজ।

messi

তার অভিযোগ ড্রেসিংরুমে নাচ-গানের সময় মেক্সিকো জাতীয় দলের জার্সি এবং পতাকাকে অসম্মান করেছেন মেসি। মেক্সিকো জাতীয় দলের জার্সি মেসি পা দিয়ে মাড়িয়েছেন বলেও উল্লেখ করেছেন মেক্সিকান বক্সার। হুমকির সুরে বলেন, ‘ঈশ্বর করুন, মেসি যেন আমার সামনে না আসে।’

এই হুমকিরই পালটা দিয়ে সেস ফ্যাব্রেগাস নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘আপনি মেসিকে চেনেন না। খেলার পর ড্রেসিংরুমে কী হয় না হয়, আপনার কোনও ধারণা নেই। ম্যাচের পর সবরকম জার্সি, এমনকি আমাদের জার্সিও মেঝেয় পড়ে থাকে। সেগুলি ধোয়ার জন্য নিয়ে যাওয়া হয়।’

মেসির সাবেক সতীর্থ, কিছুদিন আগে ফুটবলকে গুডবাই জানানো আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাগুয়েরোও একই সুরে বলেন, ‘আপনি ফুটবলের কিছুই বোঝেন না। ড্রেসিংরুমের ছবিটাও আপনার অজানা। ঘামের জন্য সমস্ত জার্সিই মেঝেয় পড়ে থাকে। আর ভালোভাবে দেখলেই বুঝবেন ভুলবশত মেসি সেটায় পা দিয়ে ফেলেছেন।’

তবে এতেও চুপ থাকেননি মেক্সিকান বক্সার। আগুয়েরোর বিরুদ্ধে তোপ দাগেন এভাবে, ‘তুমিও একইরকম। আগে ক্যানসেলো বলে চিৎকার করতে, এখন কান্নাকাটি করছ। দ্বিচারিতা করো না।’

এই বিতর্কের মাঝেই ভাইরাল হয়ে গেছে মাইক টাইসনের একটি ছবি। যেখানে আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাচ্ছে তাকে। এ ছবি দেখেই ফুটবল সমর্থকরা বলতে শুরু করেছেন, আলভারেজ যতই মেসিকে হুমকি দিন, তার সমর্থনে রয়েছেন খোদ কিংবদন্তি টাইসন। যিনি একবার বলেছিলেন, মেসির খেলা দেখা স্বপ্নের মতো। তাই আলভারেজের বিরুদ্ধে একজোট হয়ে মেসির পাশে দাঁড়িয়েছেন ফুটবল ভক্তরা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।