মেসিকে থামানো? মনে হয় না উত্তরটা কারও জানা আছে: পোল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ৩০ নভেম্বর ২০২২

লিওনেল মেসিকে নিয়ে পরিকল্পনা কী? ম্যাচের আগে প্রতিপক্ষ কোচকে এই একটা ‘কমন’ প্রশ্নের উত্তর দিতেই হয়। মেসির মতো ফুটবলার যে একাই গড়ে দিতে পারেন পার্থক্য!

পোল্যান্ডের বিপক্ষে আজ কী করবেন মেসি? তাকে নিয়ে পোল্যান্ড কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচের পরিকল্পনা কী? এক কথায় পোল্যান্ড কোচ স্বীকার করে নিলেন, মেসিকে কোনো কৌশল দিয়েই আটকানো সম্ভব না।

পোল্যান্ড কোচ বরং আর সবার মতো কৌশলেই এগোতে চান। তিনি বলেন, ‘মেসির চারপাশে খেলোয়াড় রাখতে হবে, কেননা সে যদি ফাঁকা পেয়ে যায় তবে সহজেই গোল করে ফেলবে। একজন খেলোয়াড় মেসিকে আটকাতে পারবে না। আমাদের কয়েকজন তার চারপাশে রাখতে হবে।’

এভাবে মেসিকে ঘিরে রেখেও উপায় হবে কিনা, সেটি নিয়ে সন্দিহান পোল্যান্ড কোচ। মিখনিয়েভিচ বলেন, ‘পুরো বিশ্বই বছরের পর বছর চিন্তা করছে, মেসিকে কি করে আটকানো যায়। তারপরও সে গোলের পর গোল আর অ্যাসিস্ট করে যাচ্ছে। আমার মনে হয় না এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কারও জানা আছে।’

অনেকেই মনে করছেন, আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াইটা আদতে হবে মেসি আর লেওয়ানডস্কির লড়াই। তবে পোলিশ কোচ সেটা মানতে রাজি নন। তিনি বলেন, ‘এটা তো টেনিস না যে লড়াইটা শুধু মেসি-লেওয়ানডস্কির হবে। রবার্টেরও (লেওয়ানডস্কি) সতীর্থর সাহায্য লাগবে, মেসিরও। আমরা এই গ্রেট স্ট্রাইকারদের ওপর নির্ভর করি, তবে তারা একা জেতাতে পারবে না।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।