ক্যামেরুনের বিপক্ষে পুরো একাদশই বদলে ফেলেছেন ব্রাজিল কোচ তিতে!

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ০৩ ডিসেম্বর ২০২২

নেইমারসহ বেশ কয়েকজন ইনজুরিতে। তারওপর, হঠাৎ খবর বেরিয়েছিলো ফ্লু জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার। এ কারণে জানা গিয়েছিলো অন্তত ১০ জনকে পরিবর্তন করতে পারেন কোচ তিতে।

মূলত ১০ জনই পরিবর্তন করেছেন তিনি। আগের ম্যাচে দানিলোর পরিবর্তে মাঠে নামিয়েছিলেন ফ্রেডকে। তাকেসহ ধরলে বলা যায় পুরো একাদশই আজ ক্যামেরুনের বিপক্ষে বদলে ফেলেছেন ব্রাজিল কোচ।

গোলরক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে এডারসনকে। ডিফেন্সে চারজন। এরাও কম অভিজ্ঞতা সম্পন্ন নয়। সবারই ভালো অভিজ্ঞতা আছে এবং বড় বড় ক্লাবে খেলেন। ব্রেমার, এডার মিলিতাও, অ্যালেক্স টেলেস এবং দানি আলভেজ।

মিডফিল্ডে ক্যাসেমিরোর জায়গায় নামানো হয়েছে রিয়াল তারকা রদ্রিগোকে। আরেক মিডফিল্ডার হলেন ফ্রেড। লুকাস পাকুয়েতার জায়গায় ফ্যাবিনহো। ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন কিংবা রাফিনহার জায়গা দেয়া হয়েছে গ্যব্রিয়েল হেসুস, মার্টিনেল্লি এবং অ্যান্টোনিকে।

এর মধ্যে রদ্রিগো, হেসুস এবং অ্যান্টোনিকে নিয়মিতই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছেন কোচ তিতে। আজ রাখলেন সেরা একাদশে। দেখা যাক, ক্যামেরুনের বিপক্ষে কী করতে পারে তিতের রিজার্ভ বেঞ্চ।

প্রসঙ্গতঃ প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে আজ নিয়মরক্ষার ম্যাচ তাদের।

দেখে নিন দুই দলের একাদশ

ব্রাজিল একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

এডারসন (২৩), ব্রেমার (২৪), এডার মিলিতাও (১৪), অ্যালেক্স টেলেস (১৬), দানি আলভেজ (১৩), রদ্রিগো (২১), ফ্রেড (৮), ফ্যাবিনহো (১৫), গ্যাব্রিয়েল হেসুস (১৮), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (২৬), অ্যান্টোনি (১৯)।

কোচ: তিতে

ক্যামেরুন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

ডেভিস পাসি (১৬), এনজো এবোসে (২৪), ক্রিস্টোফার উহ (৪), তোলো নৌহৌ (২৫), কলিন্স ফাই (১৯), এরিক ম্যাক্সিম কৌপো মোতিং (১৩), পিয়েরে কুন্দে (১৫), আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা (৮), ভিনসেন্ট আবু বকর (১০), নিকোলাস মৌমি এনগামালেউ (৬), ব্রায়ান এমবেউমো (২০)।

কোচ: রবার্তো সং বাহানাগ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।