আমরা যখন আক্রমণ করি মেসি তখন দাঁড়িয়ে থাকে: ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২২

 

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস। ২০১০ সালের বিশ্বকাপ রানার্সআপরা মেসিদের বিপক্ষে লড়াই করার ছক কষছে। কিন্তু মেসিকে আটকানো যে কঠিন হবে সেটা ভালো করেই জানেন নেদারল্যান্ডসের অধিনায়ক ফন ডাইক। মেসির বিপক্ষে ক্লাব পর্যায়ে বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছিলেন ফন ডাইক। বেশ ভালো করেই জানেন মেসি কি করতে পারে।

গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন ডাইক মেসির সম্পর্কে তিনি বলেন, ‘মেসির সবচেয়ে বড় গোলকধাঁধা হচ্ছে আমরা যখন আক্রমণ করতে থাকি সে মাঠের এক কোণায় বসে চুপ করে দাঁড়িয়ে থাকে। মেসিকে আটকাতে হলে আপনাকে নিখুঁতভাবে রক্ষণভাগ সামলাতে হবে। তারা সবসময়েই মেসির খোঁজ করে যা প্রতিপক্ষের জন্য অস্থিরতা বাড়িয়ে দেয়।’

তবে ফন ডাইক মনে করিয়ে দিলেন খেলাটা মেসি নয় আর্জেন্টিনার বিপক্ষে হবে। ‘এটা আমার মেসির বিপক্ষে ম্যাচ নয়। এটি আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। একাকি কেউই ম্যাচ জেতাতে পারবে না। আমাদেরকে কৌশল অবলম্বন করে তাদের বিপক্ষে মাঠে নামতে হবে।’

আরআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।