পেলেকে টপকে নকআউট রাউন্ডের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ এএম, ১০ ডিসেম্বর ২০২২
ছবি- সংগৃহীত

নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসেছেন। বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নের তকমা নিয়ে বিশ্বকাপের খেলতে এসে কোয়ার্টার ফাইনালে উঠে আর্জেন্টিনা মেসি জাদুতে। এবার সেখানেও আরো একবার সবাই দেখলো মেসি নৈপুণ্য৷

নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ এক অ্যাসিস্ট করে করেছেন একটি বিশ্ব রেকর্ডও।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট রাউন্ডের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হলেন মেসি। এখন পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলেছেন মেসি যেখানে নকআউট রাউন্ডে তিনি সতীর্থদের দিয়ে ৫টি গোল করিয়েছেন। যা পেলের করা ৪টি অ্যাসিস্টের থেকে ১টি বেশি।

মেসি যেভাবে এগুচ্ছেন তাতে হয়তো আরো অনেক রেকর্ডই নিজের করে নিবেন।

আরআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।