নেইমারের গার্লফ্রেন্ড ও শিশুকন্যাকে অপহরণের চেষ্টা!
ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়রের গার্লফ্রেন্ড ব্রুনা বিয়ানকার্দি ও নবজাতক কন্যাকে অপহরণের চেষ্টা করেছে বন্দুকধারীরা।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ নভেম্বর) ব্রাজিলের সাও পাওলোর নিজ বাসা থেকে তাদের অপহরণের চেষ্টা করে একদল দুষ্কৃতকারী।
‘আর৭নিউজপেপার’র বিবৃতি অনুসারে, হামলার সময় বিয়ানাকার্দি ও তার একমাসের শিশুকন্যা বাসায় ছিলেন না। তবে বিয়ানকার্দির বাবা-মা বাসায় ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের বেঁধে রাখে এবং বাসায় লুটপাট চালায়। তবে তারা কোনো ধরনের আঘাতের শিকার হননি।
সাও পাওলো শহরের মিউনিসিপ্যাল সিভিল গার্ড জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে থাকা একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি কি না বিয়ানকার্দিরই প্রতিবেশী এবং তার সাহায্যেই অন্য সন্ত্রাসীরা বাসায় ঢুকেছিল।
এর আগে হামলার বিষয়টি টের পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন প্রতিবেশীরা। খবর পেয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা বিয়ানকার্দির বাসা ঘিরে ফেলে। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্যরা লুটপাটের মালামাল নিয়ে পালিয়ে যায়।
সূত্র: গোলডটকম, মার্কা
আইএইচএস/