বেটিসের কাছে পয়েন্ট হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১০ ডিসেম্বর ২০২৩

ম্যাচের ৫৩তম মিনিটে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে এগিয়ে দিয়েছিলেন জুড বেলিংহ্যাম। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি টেবিলের শীর্ষে থাকা রিয়াল। মাত্র ১৩ মিনিট পরই পাল্টা আক্রমণে রিয়াল বেটিসকে সমতায় ফেরান আটিওর রুইবাল। শেষ পর্যন্ত ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে।

তবে ম্যাচের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এটি পাল্টাপাল্টি লড়াইয়ের খেলা ছিল। উভয় পক্ষই ভালো খেলেছে। খেলা যখন আমাদের নিয়ন্ত্রণে ছিল, তখন আমরা গোল করতে পেরেছি। কিন্তু ফলাফলটি চমৎকার ছিল।’

আলচেলত্তি আরও বলেন, ‘বেটিস যে চেষ্টা করেছে, তাতে তারা হারার যোগ্য নয়। ফলাফলটি ভাল ছিল। আমরা খুশি, কারণ এটি একটি কঠিন স্টেডিয়াম। তারা দুর্দান্ত গোল করেছে। আমি সন্তুষ্ট; আপনি প্রতিটি ম্যাচ জিততে পারবেন না।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ইংলিশ ফুটবলার বেলিংহ্যামের গতকালের গোলটি ছিল ১৫তম। এবারের মৌসুমে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন এই রিয়াল মিডফিল্ডার।

লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। তাদের পয়েন্ট ৩৯। এক ম্যাচ ও এক পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা। আজ রোববার টেবিলের তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে জিরোনা। অপরদিকে ২৬ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে রিয়াল বেটিস।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।