আলাভেসকে হারিয়ে আবারও রিয়ালকে পেছনে ফেললো জিরোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩

স্প্যানিশ লা লিগায় এবার পয়েন্ট টেবিলে ধুন্দুমার লড়াই চলছে রিয়াল মাদ্রিদ এবং জিরোনার মধ্যে। একবার রিয়াল শীর্ষে তো আরেকবার শীর্ষে উঠছে জিরোনা। সর্বশেষ রোববার জিরোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলো রিয়াল। কিন্তু ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে পারেনি তারা। সোমবার রাতে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে আবারও শীর্ষে উঠে এলো জিরোনা।

স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ১৪ জয় এবং ২ ড্র’য়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। সমান সংখ্যক ম্যাচে ১৩ জয় এবং ৩ ড্র’য়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে আলাভেস।

ইউক্রেন ফরোয়ার্ড আর্তেম দোভিক করেছেন জোড়া গোল। তাতেই রূপকথার আরো একটি গল্প লিখলো তারা। যে কারণে রিয়ালকে পেছনে ফেলে এককভাবে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

কাতালোনিয়ান এই ক্লাবটি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত। তবে তারা যে এবার সত্যিই একটা ইতিহাস গড়তে যাচ্ছে, তা গত সপ্তাহেই দেখিয়ে দিয়েছে। বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে। কাতালান এই প্রতিপক্ষ প্রথমবারের মত হারানোর রেকর্ড গড়লো তারা। একমাত্র রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজয় ছাড়া তেমন বড় কোনো দুর্ঘটনার শিকার হয়নি জিরোনা।

আর্তেম দোভিক প্রথম গোল করে এগিয়ে দেন জিরোনাকে। ২৩তম মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধে আরও একবার আলাভেসের জালে বল জড়ায় জিরোনা। এই গোলটি করেন পোর্তু। ম্যাচের ৫৯ম মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আর্তেম দোভিক।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।