আত্মবিশ্বাস হারাননি আবাহনীর আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

আবাহনীর জয় নেই টানা তিন ম্যাচে। স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ৪-০ গোলের হার, বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্র এবং দ্বিতীয় ম্যাচে ফর্টিসের কাছে হার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর চলতি মৌসুমের প্রথম দিকের এমন চিত্র দলটির সমর্থকদের জন্য চরম হতাশার।

গত মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি আবাহনী। অর্জন বলতে ফেডারেশন কাপে রানার্সআপ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার পর্তুগিজ কোচ মারিও লেমোসকে বিদায় করে ক্লাবটি ফিরিয়ে এনেছে তাদের পুরনো কোচ আর্জেন্টাইন দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। কিন্তু কোচ বদলালেও ভাগ্য বদলাচ্ছে না আকাশি-নীলদের।

ইংরেজি নতুন বছরে দু’দিন বিশ্রামে ছিলেন আবাহনীর ফুটবলার, কোচ আন্দ্রেস ক্রুসিয়ানী এবং কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা। বিরতি কাটিয়ে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরেছে আবাহনী। খেলোয়াড়দের মধ্যে কেমন যেন ম্যাড়ম্যাড়ে ভাব। অনেকটা প্রাণহীন। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ৫ পয়েন্ট হারানোর পর খেলোয়াড়দের মানসিক অবস্থা এমনই তো হওয়ার কথা।

নতুন উদ্যমে অনুশীলন করাচ্ছিলেন কোচ ক্রুসিয়ানি। খেলোয়াড়দের অনুপ্রেরণা ও সাহস যোগাচ্ছিলেন। দলের সিনিয়র গোলরক্ষক শহিদুল আলম সোহেল গণমাধ্যমের কাছে আফসোস করলেন প্রতি ম্যাচে গোল মিস হওয়ায়। তবে শেষ ম্যাচে সেভাবে সুযোগ তৈরি করতে পারেননি বলেও উল্লেখ করলেন দেশের এই সিনিয়র গোলরক্ষক, ‘ফর্টিসের বিপক্ষে আমরা গোলের সুযোগই পাইনি। ওরা ভালো সুযোগ পেয়েছিল।’

অনুশীলনের পর কোচ ক্রুসয়ানি মাঠের মাঝে কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের ডেকে কথা বললেন কিছুক্ষণ। এরপর বেশকিছু সময় কথা বললেন খেলোয়াড়দের সঙ্গে। কোথায় কোথায় ভুল হয়েছে খেলোয়াড়দেরকে সেগুলো বুঝিয়ে দিলেন। সামনের ম্যাচগুলোতে যেন ভুল না হয় তাও বলে দিলেন সবাইকে।

মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান গণমাধ্যমকে ক্রুসিয়ানি বললেন, ‘আমি আত্মবিশ্বাস হারাইনি। হালও ছাড়িনি। লিগ এখনও অনেক বাকি। মাত্রই শুরু হয়েছে। তাই এখনই বলা যাবে না সব শেষ হয়ে গেছে।’

সমস্যাটা আসলে কোথায়? ক্রুসিয়ানী বললেন, ‘আমি এখনও আমার মতো করে দলটা গড়ে তুলতে পারিনি। নিজের মতো করে অবস্থানে আনতে হবে। বিশেষ করে বিদেশিদের গোল পেতে হবে। ওরা গোল না পেলে আমার জন্য বড় সমস্যা। আমি যেভাবে আমার মন মতো করে সাজাতে চাই সেটা এখনও হয়নি। আরো এক-দুই ম্যাচ লাগবে মনে হয়। আমি হাল ছাড়ছি না।’

দুই ম্যাচে ৫ পয়েন্ট হারানোর পর ট্রফির লড়াইয়ে থাকার কতটা আশাবাদী? জবাবে ক্রুসিয়ানী বললেন, ‘কোনো সন্দেহ নেই যে, বসুন্ধরা কিংস শক্তিশালী দল। একই সঙ্গে দেখতে হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও শক্তিশালী দল, মোহামেডানও ভালো খেলছে। আমাদের চেষ্টাটা করে যেতে হবে। এতটুকু বলবো আবাহনী এখনও পথ হারায়নি। তবে সবকিছু মাঠে প্রমাণ করতে করতে হবে। মুখে বলে লাভ নেই।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।