এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

মতবিরোধের জেরে বেনজেমাকে বাদ দিলেন কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
করিম বেনজেমা ( সংগৃহীত)

আল ইতিহাদের কোচ মার্সেলো গ্যালার্দোর সঙ্গে মতবিরোধ করিম বেনজেমার। সেই জেরে বেনজেমাকে দল থেকেই বাদ দিয়েছেন কোচ। ফলে টানা দুই ম্যাচে সৌদি প্রো লিগের ক্লাব ইতিহাদের হয়ে খেলতে পারেননি তিনি।

গতকাল বুধবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহারের বিপক্ষে শেষ ষোলোতে প্রথম লেগের খেলা ছিল বেনজেমার দল আল ইতিহাদের। এই ম্যাচ খেলার জন্য বেনজেমা ফিট নন অভিযোগ এনে তাকে দল থেকে বাদ দেন কোচ গ্যালার্দো।

এর আগে সৌদি প্রো লিগের খেলায় বিরতি পেয়ে আফ্রিকার মৌরিতিয়াস দ্বীপে ঘুরতে যান বেনজেমা। সেখানে ঝড়ের কবলে পড়ে সময়মতো দলের সঙ্গে দিতে পারেননি এই ফরাসি তারকা।

ফলে গত সপ্তাহে চলতি বছরের প্রো লিগের প্রথম ম্যাচে আল তাইয়ের বিপক্ষে খেলতে পারেননি ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ী তারকা বেনজেমা। আর এ বিষয়টি নিয়েই দুই জনের মধ্যে মনোমালিন্য।

গতকালের ম্যাচের আগে কোচের অভিযোগ ছিল, বেনজেমা ঠিক সময়ে অনুশীলনে আসেননি। যে কারণে তিনি ফিট নন। অপরদিকে বেনজেমা দাবি করেছেন, খেলার জন্য তিনি প্রস্তুত এবং শতভাগ ফিট।

তবে শেষ পর্যন্ত কোচের কথাই বহাল থাকলো। খেলার নিয়ম অনুযায়ী বেনজেমাকে বাদ দিয়েই অন্য ৫ বিদেশী তারকাকে দলে নিলেন কোচ। সেই পাঁচজন হলেন-এনগোলো কান্তে, ফাবিনহো, আহমেদ হেজাগি, রোম্যারিনহো ও আবদার রাজ্জাক হামদাল্লাহ।

এর আগে গেল জানুয়ারি সৌদি আরব ছেড়ে ফের ইউরোপে চলে যেতে চেয়েছিলেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে দল ছেড়ে যেতে দেয়নি। তবে সৌদি প্রো লিগের অন্য দলে বেনজেমাকে স্থানান্তর করতে চেয়েছিল আল ইতিহাদ। সেই প্রস্তাবে রাজি হননি বেনজেমা।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।