বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াচ্ছে সোমবার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াচ্ছে আগামীকাল সোমবার। এবার ৮ দল নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লিগ।

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ হয়েছিল ১১ দল নিয়ে। এর মধ্যে দুই ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। পরে অবশ্য প্রিমিয়ার লিগে অংশ নেয়নি গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে এবার যে ৮ দল অংশ নেবে, সেগুলো হচ্ছে- ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল, বাফুফে এলিট একাডেমি, নোফেল স্পোর্টিং ক্লাব, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, ওয়ারি ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও উত্তরা ফুটবল ক্লাব।

সোমবার প্রথম দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরআই/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।