সেভিয়ার লুমিন-প্রাচীর ভাঙলেন লুকা, শীর্ষস্থান আর মজবুত রিয়ালের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রেডরিক ভালভার্দের সব আক্রমণ পা দিয়েই রুখে দিচ্ছিলেন সেভিয়ার গোলরক্ষক এন্ড্রি লুমিন।

লুমিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বটে। তবে শেষ পর্যন্ত সেই রক্ষণকে টিকিয়ে রাখতে পারেননি। তার দেয়াল ভাঙলেন বেঞ্চ থেকে নেমে আসা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ।

ম্যাচের ৮১ মিনিটে মদ্রিচের গোলে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল। শেষ সময়ের গোলে জিতে শীর্ষস্থান আরও মজবুত করলো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

বর্তমানে ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা তাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে। এই সমীকরণেই স্পষ্ট হচ্ছে, রিয়ালের শীর্ষস্থান কতটা মজবুত।

তৃতীয়স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৫৬। গত শনিবার গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে চমক দেখানো জিরোনাকে পেছনে ফেলে সেরা দুইয়ে উঠেছিল বার্সা।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।