সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

সুরভীর জোড়া গোলে নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০২ মার্চ ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে দূর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। আজ (শনিবার) নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

২৬ মিনিটে সুরভী আকন্দ প্রীতি গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। ৩১ মিনিটে বাংলাদেশ পেনাল্টি পেলে সুরভী প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন।

২-০ গোলের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে গোল বাড়ানোর জন্য মরিয়া হলেও স্কোর লাইনের পরিবর্তন হয়নি। সাইফুল বারীর শিষ্যরা নেপালের ওপর প্রাধান্য বিস্তার করে খেলেও ২-০ গোলে জয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ৫ মার্চ। ৮ মার্চ শেষ ম্যাচের প্রতিপক্ষ ভুটান।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।