দেড় মাস পর ফের শুরু ফেডারেশন কাপ ফুটবল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০১ এপ্রিল ২০২৪

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর বিরতি পড়েছিল ফেডারেশন কাপ ফুটবলের। মধ্যবর্তী দলবদল ও জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচের কারণে লিগের পাশাপাশি বন্ধ ছিল ফেডারেশন কাপও। লম্বা বিরতি কাটিয়ে মঙ্গলবার মাঠে ফিরছে মৌসুমের দ্বিতীয় এ টুর্নামেন্ট।

কোয়ার্টার ফাইনালে টিকে আছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ আবাহনী, সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ, ফর্টিস এফসি ও পুলিশ ফুটবল ক্লাব।

প্রতি মঙ্গলবার একটি করে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আগামীকাল প্রথম কোয়ার্টারে মুখোমুখি হবে মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়া চক্র। গোপালগঞ্জে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ২৩ এপ্রিল শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ এবং শেষ কোয়ার্টার ফাইনাল ৩০ এপ্রিল আবাহনী ও ফর্টিস এফসির মধ্যে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।