চট্টগ্রাম আবাহনীর জালে পাঁচ গোল কিংসের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৪

আরেকটি সহজ জয়, শিরোপার দিকে আরেক পা বসুন্ধরা কিংসের। শীর্ষে থেকে প্রথম রাউন্ড শেষ করা অস্কার ব্রুজনের দলটি দ্বিতীয় পর্বেও আছে জয়ের ধারায়।

শুক্রবার মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে হারিয়ে পেছনে থাকা মোহামেডানের চেয়ে কিংস এগিয়ে গেলো ৮ পয়েন্টে। এ জয়টি পঞ্চম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে দিলো তাদের। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা মোহামেডানের পয়েন্ট ২০।

পুরো ৯০ মিনিট এক চেটিয়ে প্রাধান্য নিয়ে খেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দ্বিতীয় মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটনে শুরু হয় গোল উৎসব। শেষ করেন ৫৩ মিনিটে রাকিব হোসেন। এ ম্যাচে রাকিব জোড়া গোল করেছেন। নিজের প্রথম গোল করেছিলেন ১৯ মিনিটে।

অন্য দুই গোলও বিদেশিদের। লিড নেওয়ার ১১ মিনিট পর পেনাল্টি পেয়েছিল কিংস। সুযোগ কাজে লাগিয়েছেন ব্রাজিলিয়ান রবসন। বিরতির বাঁশির অগে দলের চতুর্থ গোল করেছিলেন উজবেকিস্তানের গফুরভ।

চট্টগ্রাম আবাহনী প্রথম পর্বে কিংসের কাছে হেরেছিল ৪-১ গোলে। এটি তাদের লিগে পঞ্চম হার। দ্বিতীয় পর্বে টানা দুই হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরেই থাকলো চট্টগ্রামের দলটি।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।