শেখ রাসেলের বিপক্ষে দারুণ জয় মোহামেডানের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৪

মঙ্গলবার ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ২৫ সেকেন্ডে পিছিয়ে পড়েও শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়েছিল মোহামেডান। সেই ব্লুজদের চারদিনের মাথায় আবার হারালো সাদাকালোরা। এবার মোহামেডান জিতলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে।

শনিবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এটি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে মোহামেডানের টানা দ্বিতীয় জয়।

৩৭ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। কোনো ভুল করেননি দলের গোলমেশিনখ্যাত মালির সোলেমান দিয়াবাতে। তার গোলে এগিয়ে যায় সাদাকালোরা। বিরতির বাঁশির আগ মুহূর্তে পেনাল্টি পায় শেখ রাসেল ক্রীড়া চক্র। সার্বিয়ার বালাবানভিচের গোলে রাসেল ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

৭২ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ গোল করলে আবার লিড নেয় মোহামেডান। ৭৭ মিনিটে সোলেমান দিয়াবাতের পাস থেকে জাফর ইকবালের গোলে জয় নিশ্চিত হয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।

দ্বিতীয় পর্বে টানা দুই জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থান আরো মজবুত করলো আলফাজ আহমেদের দল। এ জয়ে তিনে থাকা আবাহনীর সঙ্গে পয়েন্ট আরও বাড়িয়ে নিলো তারা।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।