দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দুই অধিনায়ক সাবিনা-আফঈদার ঈদ ব্যস্ততা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০২৪

ব্যস্ততায়ই ঈদের প্রথম দিন কাটালেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের দুই অধিনায়কই সাতক্ষীরায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন।

সাতক্ষীরার কৃতি তিন ক্রীড়াবিদ সাবিনা খাতুন, আফঈদা খন্দকার ও অ্যাথলেট শিরিন আক্তারকে ঈদে আমন্ত্রণ জানিয়েছিলেন স্থানীয় জেলা প্রশাসক। দুপুরে সাবিনা-আফঈদারা জেলা প্রশাসকের বাসায় গিয়েছিলেন।

সাতক্ষীরা থেকে সাবিনা খাতুন বলছিলেন, 'ব্যস্ততার মধ্যে সময় কাটছে। অল্প সময়ের জন্য ছুটিতে আসছি। অনেক কাজ। দুপুরে জেলা প্রশাসক স্যারের আমন্ত্রণে তাঁর বাসায় গিয়েছিলাম। তিনি একজন খেলাপ্রিয় মানুষ। তাঁর আপ্যায়নে আমরা অনেক খুশি। সেখান থেকে এসে বাসায় আছি। সবার সঙ্গে সময় কাটাচ্ছি।'

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দুই অধিনায়ক সাবিনা-আফঈদার ঈদ ব্যস্ততা

কিভাবে কাটালেন ঈদের প্রথম দিন? অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার সাতক্ষীরা থেকে বলছিলেন, 'সকালে ঘুম থেকে উঠে আম্মুকে কাজে সাহায্য করছি। তারপর দাদা-দাদি, আব্বু-আম্মু, চাচা-চাচি সবাইকে সালাম করে সালামি নিয়ে ঈদ শুরু। আত্মীয়-স্বজন সবার সাথে দেখা হলো।'

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দুই অধিনায়ক সাবিনা-আফঈদার ঈদ ব্যস্ততা

'তারপর সাতক্ষীরা জেলা প্রশাসক স্যারের বাসভবনে দুপুরে দাওয়াতে গিয়েছিলাম। সেখানে সাতক্ষীরার দুই আসনের এমপিও ছিলেন। বিকেলে বোনরা মিলে কিছু ছবি তুলেছি। আর সন্ধ্যায় আত্মীয়-স্বজনদের বাসায় বেড়াতে যাই'-যোগ করেন আফঈদা।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।