চেলসির জালে ৫ গোল দিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৪ এপ্রিল ২০২৪

চেলসির উপর যেন এক ধ্বংসলীলা চালালো আর্সেনাল। একে একে ৫ গোল দিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের জাল ছিন্ন-বিচ্ছিন্ন করলো গানাররা। এতে শিরোপার দৌড়ে সবার প্রথমে থাকা আর্সেনাল দ্বিতীয়স্থানে থাকা লিভারপুল থেকে গোটা ৩ পয়েন্ট ব্যবধান নিয়ে এগিয়ে গেল।

আর্সেনালের রোমাঞ্চকর রাতে জোড়া গোল করেছেন কাই হ্যাভার্টজ ও বেন হোয়াইট। এতে চেলসিকে ৫-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল।

বর্তমানে ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুুল। আর ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে ৩২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবমস্থানে আছে চেলসি।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এ নিয়ে ষষ্ঠবারের মতো ৫ বার তার বেশি গোল করলো আর্সেনাল। এই মৌসুমে গানারদের গোল ব্যবধানও অনেক বেশি। যেখানে লিভারপুলের গোল ব্যবধান ৪৩, সেখানে আর্সেনালের গোল ব্যবধান ৫৬।

গতকাল মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের ৪ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন লিয়েন্দ্রে টোসার্ড। বাকি ৪ গোল ম্যাচের দ্বিতীয়ার্ধে করে গানাররা।

৫২ মিনিটে হোয়াইট নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এর ৫ মিনিট পর হ্যাভার্টজ করেন নিজের প্রথম গোল। এতে আর্সেনাল এগিয়ে যায় ৩-০ গোলে।

৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্যাভার্টজ। এরপর ৭০ মিনিটে চেলসির জালে শেষ পেরেক (নিজের দ্বিতীয় গোল) ঠুকে দেন হোয়াইট।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।