হতাশাজনক হারে আর্সেনালকে ছুঁতে পারলো না লিভারপুুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৫ এপ্রিল ২০২৪

এটি খুবই হতাশাজনক, ম্যাচ শেষে এমনটিই বলেছিলেন লিভারপুলের অধিনায়ক ভির্গিল ফন ডাইক। নিরেট সত্যিটাই বলেছেন অলরেড অধিনায়ক। এভারটনের মতো দলের কাছে আসলেই এমন হার মানা যায় না। কিন্তু গতকাল বুধবার রাতে মার্সিসাইড ডার্বিতে এভারটনের কাছে ২-০ গোলে অবিশ্বাস্যভাবে হেরে গেছে লিভারপুল।

হতাশাজনক হারে শিরোপার দৌড়ে সবার আগে থাকা আর্সেনালকে ছুঁয়ে ফেলার দারুণ সুযোগ হাতছাড়া করেছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয়স্থানে আছে লিভারপুল। আর সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। গতকালের ম্যাচে জিততে পারলে গোটা ৩ পয়েন্ট নিয়ে আর্সেনালতে ছুঁতে পারতো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

অপরদিকে তাদের থেকে ২ ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে এভারটন। ম্যাচের ৬ মিনিটে একটি পেনাল্টিও পেয়ে যায় অতিথি দল। তবে ভিএআর চেকে সেই সিদ্ধান্ত বাতিল করে অফসাইড দেন রেফারি। অফসাইডে ধরা পড়েন কালভার্ট লিউইন।

২৭ মিনিটে লিভারপুলের দর্শকদের স্তব্ধ করে দেন এভারটনের জারাড ব্রান্থওয়েট। জ্যাক হ্যারিসনের অ্যাসিস্টে লিভারপুলের জালে বল জমা করেন তিনি। বল ক্লিয়ার করার কয়েকটি সুযোগ পেয়েও ব্যর্থ হয় লিভারপুলের রক্ষণভাগ। সেই কাজে লাগায় এভারটন। ২০২১ সালের পর এই প্রথম লিভারপুলের বিপক্ষে গোল করলো এভারটন।

৫৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। কর্নার কিক থেকে লাফিয়ে হেড দিয়ে গোল করেন এভারটনের লিউইন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে সফরকারী দল। ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখলেও একটি গোলও শোধ করতে পারেনি লিভারপুল।

ম্যাচ শেষে ফন ডাইক বলেন, ‘অনেক দিক থেকে খুব হতাশ এবং আমি মনে করি, প্রত্যেককে তাদের নিজেদের পারফরম্যান্স আয়নায় তাকিয়ে দেখা উচিত। তারা কি সবকিছু দিয়েছে এবং তারা কি সত্যিই লিগ জিততে চায়?’

তিনি আরও বলেন, ‘অবশ্যই পরে আরও খেলা আছে। কিন্তু আমরা যদি আজ রাতে খেলার মতো খেলি, তাহলে আমাদের শিরোপা জেতার কোনো সুযোগ থাকবে না। এটি কঠিন একটি জিনিসি। স্পষ্টতই যে দলটি রেলিগেশনের কবল থেকে বেরিয়ে আসার জন্য খেলছে তাদের বিরুদ্ধে আমাদের আরও ভালো করতে হতো।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।