এএফসি গ্রাসরুট ডে পালিত

ফুটবল উৎসবে মেতেছিল কিশোররা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৬ মে ২০২৪

দেশের চার জেলায় উৎসব আমেজে পালিত হয়েছে এএফসি গ্রাসরুট ফুটবল ডে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহযোগিতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার উদযাপন হয়েছে দিবসটি। ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট জেলায় এই দিবস একযোগে পালিত হযেছে।

ঢাকা ও এর আশপাশের জেলার বাফুফে অ্যাফিলিয়েটেড ২০টি ফুটবল একাডেমির ১২ থেকে ১৪ বছর বয়সী ২০০ জন ক্ষুদে ফুটবলার এতে অংশগ্রহণ করে। বুধবার বিকেলে মতিঝিলের বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৪’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে টি-শার্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে। ঢাকার বাইরে রাজশাহী, খুলনা ও সিলেট জেলার জেলা স্টেডিয়ামসমূহে দিবসটি উদযাপিত হয়।

বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর একেএম সাইফুল বারী টিটু, বাফুফের এলিট ফুটবল একাডেমির প্রশিক্ষক পিটার জেমস বাটলারসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।