নারী ফুটবল লিগ

সাবিনা-কৃষ্ণাদের রুখে দিয়ে তহুরাদের চমক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৬ মে ২০২৪

জাতীয় দলের ১৫ খেলোয়াড় নিয়ে দল গড়া নাসরিন স্পোর্টস একাডেমি এবারের নারী লিগের টপ ফেবারিট। কাগজ-কলমে ফেবারিট এ দলটিকে রুখে দিয়ে চমক দেখিয়েছে গত দুইবারের রানারআপ আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার কমলাপুরে এক পর্যায়ে ২-১ গোলে লিড নেয় নাসরিন স্পোর্টস একাডেমি। তবে শেষ পর্যন্ত ২-২ গোলে সাবিনা খাতুনদের রুখে দিয়েছে তহুরা-আফঈদারা।

আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। নাসরিনকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে তারা। ৫ ম্যাচে নাসরিনের পয়েন্ট ১৩। এক ম্যাচ বেশি খেলা আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাবেরও পয়েন্ট ১৩।

ম্যাচের ৪২ সেকেন্ডে গোল করে লিড নিয়েছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসি। একটি আক্রমণ রুখতে ব্যর্থ হন নাসরিনের রক্ষণভাগের খেলোয়াড়রা। গোলরক্ষক রূপনা চাকমা পোস্ট ছেড়ে সামনে এসে বল ক্লিয়ারের চেষ্টা করেন। তবে ব্যর্থ হন রূপনা। সুযোগ পেয়ে নাসরিন স্পোর্টসের জালে বল জড়াতে ভুল করেননি সুরভী আক্তার প্রীতি।

পঞ্চম মিনিটে সমতায় ফিরে নাসরিন একাডেমি। সাবিনা খাতুনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠেন ঋতুপর্ণা চাকমা। নিজে শট না নিয়ে ক্রস বাড়ান দূরের পোস্টে থাকা কৃষ্ণা রানী সরকারের উদ্দেশে। ছুটে গিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন কৃষ্ণা।

২১তম মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় নাসরিন একাডেমি। কৃষ্ণার থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যায়। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন সাবিনা।

এরপর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ করে নাসরিন একাডেমি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল মেলেনি। এআরবি গোলরক্ষক পোস্ট ছেড়ে সামনে চলে আসার সুযোগ কাজে লাগাতে শট নিয়েছিলেন ঋতুপর্ণা, কিন্তু বল অল্পের জন্য যায় পোস্ট ঘেঁষে বাইরে।

এআরবির তাঁবুতে সমতার স্বস্তি ফিরে ৮৪তম মিনিটে। তহুরা খাতুনের থেকে পাওয়া বল শাহেদা আক্তার রিপা থ্রু পাস বাড়ান; বলের নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন প্রীতি।

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।