হামজার পাশাপাশি দিয়াবাতেকেও পেতে চায় বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২০ মে ২০২৪

ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরীর পাশাপাশি বাংলাদেশের প্রিমিয়ার লিগের দল মোহামেডানের মালির ফুটবলারকেও জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

হামজা চৌধুরীকে খেলানোর প্রক্রিয়া চলছে অনেক দিন ধরেই। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার লালসবুজ পাসপোর্ট তৈরির প্রক্রিয়াও শুরু করেছেন।

হামজার মতো দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। বিভিন্ন গণমাধ্যমে দিয়াবাতে বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশের পর বাফুফে তাকে জাতীয় দলে খেলানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

দিয়াবাতেকে কিভাবে জাতীয় দলে খেলানো যায়, তার প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাফুফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে।

২০১৯ সাল থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলছেন দিয়াবাতে। নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলতে সেই দেশে পাঁচ বছর থাকার শর্ত পূরণ হয়ে গেছে দিয়াবাতের।

এখন দেখার বিষয়, ৫ বছরে তিনি কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন। তা জানতে ইমিগ্রেশন বিভাগে খোঁজ নিচ্ছে বাফুফে।

২০১৯ সাল থেকে মোহামেডানের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন দিয়াবাতে। এর আগে গত বছর নাইজেরিয়ার এলিটা কিংসলেকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে খেলিয়েছে বাফুফে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।