কোচ জাভিকে বরখাস্ত করলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৪ মে ২০২৪

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করা হয়েছে। মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় তাকে বরখাস্ত করেছে লা লিগার ক্লাবটি। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটিই হবে বার্সায় জাভির শেষ ম্যাচ।

বেশ কিছুদিন ধরে টানা পোড়নের পর আজ শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের ঘোষণা দেয় বার্সা।

আজ জাভিকে বরখাস্ত করে একটি বিবৃতি প্রকাশ করে বার্সা। সেখানে ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর উদ্ধৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা জাভি হার্নান্দেজকে বলেছেন যে, তিনি (জাভি) ২০২৪-২৫ মৌসুম থেকে আর কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না।’

জাভিকে দায়িত্ব থেকে অপসারণ নিয়ে বার্সার পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয়, ‘বার্সেলোনা কোচ হিসাবে কাজের জন্য জাভিকে ধন্যবাদ জানাতে চায়। যিনি একজন খেলোয়াড় এবং প্রথম দলের অধিনায়ক হিসাবে অতুলনীয় ক্যারিয়ারে শেষ করেছেন এখানে। ভবিষ্যতে তার সর্বোত্তম মঙ্গল কামনা করে ক্লাব।’

তবে কাকে জাভির স্থলাভিষিক্ত করা হবে সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেয়নি বার্সা। স্প্যানিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, সাবেক বায়ার্ন মিউনিখ এবং জার্মানি কোচ হ্যান্সি ফ্লিককে জাভির জায়গায় নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এর আগে জাভির একটি মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। যেখানে জাভির দাবি করেন, রিয়াল মাদ্রিদের মতো বার্সায় অর্থব্যয় করা হচ্ছে না। ক্লাবের পেছনে খরচের দিক থেকে বার্সা থেকে অনেক এগিয়ে গেছে রিয়াল। যে কারণেই মূলত খারাপ করছে বার্সা।

জাভির এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি লাপোর্তা। কোচের মন্তব্যের সমর্থন তো দূরে থাক বরং জাভির প্রতি বিরক্তি প্রকাশ করেন বার্সাপ্রধান। এরপরই মূলত গণমাধ্যমগুলোতে প্রকাশিত হতে থাকে জাভিকে বরখাস্ত করার সম্ভাবনা নিয়ে নানা প্রতিবেদন। অবশেষে সেটাই বাস্তব হলো।

গত জানুয়ারিতে একের পর এক দলের ব্যর্থতার দায় নিয়ে চলতি মৌসুমের পর আর বার্সার সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি। এরপর গেল ২৫ এপ্রিল মত পাল্টে ২০২৫ সাল পর্যন্ত বার্সার দায়িত্বে থাকার কথা জানান স্প্যানিশ এই কোচ। তবে শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ ফুরানোর অপেক্ষায় করতে হয় নি জাভির।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।