জিকো বাদ, জাতীয় দলে মোহামেডানের গোলরক্ষক সুজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ৩০ মে ২০২৪

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার অন্যতম সেরা পারফরমার ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই সেই জিকোর জায়গা হলো না জাতীয় দলের প্রাথমিক তালিকায়।

আগামী ৬ জুন অস্ট্রেলিয়া ও ১১ জুন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষণা করেছেন ২৬ জনের দল।

সেই দলে জিকোর পরিবর্তে জায়গা পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। শেষ হওয়া মৌসুমে মোহামেডানের তিনটি রানার্সআপ ট্রফি এনে দেওয়ার অন্যতম নায়ক গোলরক্ষক এই সুজন।

গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দল থেকে আনিসুর রহমান জিকো ছাড়াও বাদ পড়েছেন ডিফেন্ডার সুমন রেজা, হাসান মুরাদ, ফরোয়ার্ড ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার জায়েদ আহমেদ, ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

ফিলিস্তিন ম্যাচের আগে প্রাথমিক দলে থাকা পুলিশের মিডফিল্ডার সৈয়দ শাহ কাজিম কিরমানি ও ব্রাদার্সের ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল এবার জায়গা করে নিয়েছে ২৬ জনের দলে। ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তারিক কাজী, মেহেদী হাসান, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, ফরোয়ার্ড শেখ মোরসালিন।

২৬ জনের দল
গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইশা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।