ব্রাজিলকে নিয়ে সমালোচনা ছিল মার্কেটিংয়ের অংশ, ইউটার্ন রোনালদিনহোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৬ জুন ২০২৪

ব্রাজিল জাতীয় দলের তুমুল সমালোচনা করার একদিনের মাথায় ভোল পাল্টালেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। একদিন আগেই এই সাবেক ব্যালন ডি’অরজয়ী ফুটবলার বলেছিলেন, ব্রাজিল দলের কোনো প্যাশন নেই, কারোর ভেতর ভালো খেলার ইচ্ছা নেই, এজন্য তিনি এবারের কোপা আমেরিকাতে কোনো ম্যাচ দেখবেন না।

একদিনের মাথায় নিজের সেই মন্তব্য থেকে সরে এসে জানালেন, সেটি ছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির মার্কেটিংয়ের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোনালদিনহো বলেন, ‘আমি কখনো ব্রাজিল দলকে সমর্থন করা ছাড়ব না। আপনারা যা দেখেছেন এর আগে সেটি আমি কখনই বলিনি। আসলে এই কথাগুলো এসেছে খাঁটি ব্রাজিলিয়ান ভক্তদের থেকেই, যেগুলো আমি ইন্টারনেটে দেখেছি। একবার চিন্তা করেন, খেলার আগে এসব বার্তা আপনাদের দেখতে কেমন লাগবে? অবশ্যই আত্মবিশ্বাস তলানিতে চলে যাবে। ভক্তদের সমর্থন অনেক বড় জিনিস, যা খেলোয়াড়দের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। আমি জানি আমি কী বলছি।’

এরপরেই রোনালদিনহো আগের দিনের সেই সমালোচনার প্রেক্ষাপট তুলে ধরেন, ‘দলের এই মুহূর্তে আমাদের সবার সমর্থন দরকার। আমরা যত আত্মবিশ্বাস দেখাবো তত তারা আত্মবিশ্বাসী হয়ে মাঠে খেলতে পারবে। যে কারণে আমি রেক্সোনাতে যোগ দিয়ে তাদেরকে সমর্থন জুগিয়ে যাবো। আমি সবাইকে অনুরোধ করছি, সবাই তাদের সমর্থন করে এবং আত্মবিশ্বাস জুগিয়ে যেন বার্তা পাঠায় এই কোপা আমেরিকার জন্য।’

সমালোচনার পর রোনালদিনহোর এমন ইউ টার্ন ভক্ত সমর্থকরা কীভাবে নিবে, সেটাই এখন দেখার বিষয়।

আরআর/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।