৪০০ মিটারে জহির রায়হানের রাজত্ব চলছেই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অ্যাথলেটিকসের ৪০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন বাংলাদেশ নৌ-বাহিনীর জহির রায়হান। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে জহির রায়হান এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন ৪৭.৭২ সেকেন্ড সময় নিয়ে। এ নিয়ে ১০ বার এই ইভেন্টে অংশ নিয়ে ১০ বারই স্বর্ণ জিতলেন শেরপুরের এই অ্যাথলেট।

২০১৮ সাল থেকে খেলছেন জহির রায়হান। তারপর অংশ নিয়ে কখনো হারেননি। এর মধ্যে ২০১৯ সালের ৪৬.৮৬ সেকেন্ড তার ক্যারিয়ারের সেরা টাইমিং। মঙ্গলবার তিনি দুটি স্বর্ণ জিতেছেন। অন্যটি ১০০ মিটার রিলেতে। বুধবার শেষ দিনে ২০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার রিলেতে অংশ নেবেন।

৪০০ মিটারে রৌপ্য জিতেছেন একই দলের আবদুল মান্নান। তিনি সময় নিয়েছেন ৪৮.৬২ সেকেন্ড। তৃতীয় হওয়া বিমান বাহিনীর মঈন উদ্দিন সময় নিয়েছেন ৪৯.১২ সেকেন্ড। মেয়েদের এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর নুসরাত জাহান রুনা। তিনি সময় নেন ৫৭.৭৩ সেকেন্ড।

দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা পেয়েছে ১৫ স্বর্ণ, ১৪ রৌপ্য ও ১৪ তাম্র পদক। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনীর পদক ১৩ টি স্বর্ণ, ১২ টি রৌপ্য ও ৮ টি তাম্র।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।