ইতালিতে স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২৫

ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসের ফ্লোর বল ইভেন্টে বাংলাদেশ স্বর্ণ জিতেছে। ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে বাংলাদেশ দলের পক্ষে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন।

এর আগে শুক্রবার বাংলাদেশ সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড ন্ড টোবাগোকে এবং ইউক্রেন ভারতকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।