যুব এশিয়ান গেমসে পদক জিতলো ছেলেদের কাবাডি দলও

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

মেয়েদের পর যুব এশিয়ান গেমসে পদক জিতলো ছেলেদের কাবাডি দলও। বাহরাইনে চলমান গেমসে বৃহস্পতিবার বাংলাদেশ ষষ্ঠ ম্যাচে স্বাগতিকদের ১০৬-১৭ পয়েন্টে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে ব্রোঞ্জ জিতেছে।

এর আগে মেয়েদের বিভাগে বাংলাদেশ চতুর্থ হয়ে ব্রোঞ্জ জিতেছিল। যুব এশিয়ান গেমসে এবারই প্রথম কাবাডি অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমবারই বাংলাদেশ দুটি পদক পেলো।

ছেলেদের কাবাডিতে ৭ দেশ লিগ ভিত্তিতে অংশ নিয়েছে। বাংলাদেশ ৬ ম্যাচের চারটি জিতে দুইটি হেরেছে।

বাংলাদেশ ৫৫-৪৮ পয়েন্টে ইরানকে, ৫৩-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে, ৫৬-২৯ পয়েন্টে পাকিস্তানকে ও ১০৬-১৭ পয়েন্টে বাহরাইনকে পরাজিত করেছে। হেরেছে থাইল্যান্ডের কাছে ৪২-৪৯ পয়েন্টে ও ভারতের কাছে ১৯-৮৩ পয়েন্টে।

পদক নিয়ে শুক্রবার কাবাডির দল দুটি দেশে ফিরছে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।