ঢাকার বাইরে প্রথম টি-টোয়েন্টি নারী ক্রিকেট লিগ
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মাহাবুুব আরা বেগম গিনির পৃষ্ঠপোষকতায় ঢাকার বাইরে এই প্রথম গাইবান্ধায় টি-টোয়েন্টি নারী ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে। এই লিগে অংশ নিচ্ছে মোট আটটি দল।
জেলা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথমদিন ৪টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় ও গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয় এবং জিইউকে উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়। দুই ম্যাচের বিজয়ী দল পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় ও জিইউকে উচ্চ বিদ্যালয়।
সকালে পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় ১৫৯ রানে গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পিয়ারাপুর উচ্চবিদ্যালয় ২ উইকেটে ১৮৬ রান করে। পরে গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চবিদ্যালয় ১০ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে সক্ষম হয়।
বিকেলে জিইউকে উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ২২ রানে অলআউট হয়ে যায়। পরে জিইউকে উচ্চ বিদ্যালয় ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
আগামী শনিবার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে দক্ষিণ কামারজানি উচ্চ বিদ্যালয় এবং জিইউকে উচ্চ বিদ্যালয় মাঠে নামবে স্বাধীনতার রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।
রওশন আলম পাপুল/আইএইচএস/জেআইএম