প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৭

এশিয়া কাপ হকিতে আরেকবার হতাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে স্বাগতিক দর্শকদের। পাকিস্তানের বিপক্ষে ৭-০ গোলের হার দিয়ে এশিয়া কাপ শুরু করা স্বাগতিকরা ভারতের বিপক্ষেও শোচনীয় হারের দিকে এগুচ্ছে। মওলানা ভাসানি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে আছে ৫-০ গোলে।

৭, ১০, ১৩, ২০ ও ২৮ মিনিটে গোল করে এশিয়া কাপের সাবেক চ্যাম্পিয়নরা। প্রথম চারটি ফিল্ড গোল, শেষটি পেনাল্টি স্ট্রোক থেকে। গোল করেছেন গুরজান্ত সিং, আকাশদ্বীপ সিং, ললিত উপধায়, অমিত রোহিদাস এবং হারমানপ্রিৎ সিং।

নিজেদের প্রথম ম্যাচে ভারত ৫-১ গোলে জাপানকে হারিয়েছে জাপানকে এবং বাংলাদেশ ৭-০ গোলে হেরেছে পাকিস্তানের কাছে।

আরআই/এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।