দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হলো উইম্বলডন
করোনাভাইরাস যেন আরেক বিশ্বযুদ্ধ। যুদ্ধের মতোই থমকে দিয়েছে পৃথিবীকে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে এবার বাতিল হয়ে গেল টেনিসের সবচেয়ে মর্যাদাসম্পন্ন প্রতিযোগিতা ‘উইম্বলডন’।
১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের এমন ঘটনা ঘটলো টেনিসে।
আগামী ২৯ জুন যুক্তরাজ্যে শুরু হওয়ার কথা ছিল এবারের উইম্বলডন। কিন্তু হাতে সময় থাকার পরও করোনার প্রকোপে আগেভাগেই বাতিল করে দেয়া হলো দুই সপ্তাহের এই টুর্নামেন্টটি।
যুক্তরাজ্যের তৃণমূল পর্যায়ের সব টেনিসও বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে কুইন্স, ইস্টবোর্ন, নটিংহ্যাম, বার্মিংহামের সব টুর্নামেন্ট।
আগামী ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে কোনো ধরনের পেশাদার টেনিস প্রতিযোগিতা হবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। করোনার প্রকোপ না কমলে এই সময়টা আরও বাড়তে পারে।
এমএমআর/এমএস