করোনায় প্রাণ হারালেন অলিম্পিক ফাইনালিস্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ০৯ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের কাছে এবার হার মানলেন ইতালির দৌড়বিদ, অলিম্পিক ফাইনালিস্ট দোনাতো সাবিয়া। জীবনে অনেক ৮০০ মিটার দৌড় জিতলেও, করোনার বিরুদ্ধে দৌড়ে গন্তব্যে পৌঁছতে পারলেন না তিনি।

বুধবার ইতালিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর। মৃত্যুকালে সাবিয়ার বয়স হয়েছিল ৫৬ বছর। বেশ কিছুদিন পোটেনজার সান কারলো হাসপাতালে ভর্তি ছিলেন সাবিয়া।

খেলোয়াড়ি জীবনে দুইবার অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নিতে পেরেছিলেন সাবিয়া। লস এঞ্জেলসে ১৯৮৪ সালের আসরে ৮০০ মিটারে তিনি হয়েছিলেন পঞ্চম। সিউলে হওয়া পরের আসরে সপ্তম হন সাবিয়া।

লস এঞ্জেলস অলিম্পিকের বছরেই ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন সাবিয়া। ইতালিয়ান অলিম্পিক কমিটির মতে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম অলিম্পিয়ান হলেন সাবিয়া।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।