নারী রাগবিতে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২২

বঙ্গবন্ধু আই.এফ.আই.এল প্রথম জাতীয় নারী জেলা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ রাগবি সেভেনস-এ চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা।

বৃহস্পতিবার পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঠাকুরগাঁও জেলা রাগবি ক্লাব ১০-৭ পয়েন্টে হারিয়েছে রংপুর রজার্স রাগবি ক্লাবকে।

স্থান নির্ধারণী ম্যাচে খাগড়াছড়ি রাগবি স্কুল ২৪-০ পয়েন্টে ফ্লেইম গার্ল রাগবি ক্লাবকে পরাজিত করেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ।

বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইসলামিক ফাইনান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সচিব এস. কিউ. বজলুর রশীদ।

উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সাধারণ সম্পাদ মৌসুম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. সিরাজুল ইসলাম, নুর-ই আফরোজ ও টুর্নামেন্ট সম্পাদক পারভিন নাছিমা নাহার পুতুল।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।