বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২২

ফুটবল জাদুকর লিওনেল মেসির পায়ের কাছে রেকর্ড যেন গড়াগড়ি খায়। ম্যাচের পর ম্যাচ কোনো না কোনো রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টাইন খুদেরাজ।

শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও তার নামের পাশে রেকর্ড যোগ হলো। ম্যাচ খেলতে নেমেই একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেশাদার ক্যারিয়ারে এটি ছিল তার ১০০০তম ম্যাচ।

তবে শুধু খেলতে নেমে রেকর্ড গড়াতেই কি মেসি আটকে থাকবেন? মোটেই না। মাঠের পারফরম্যান্সেও রেকর্ড গড়ে ফেললেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি দুর্দান্ত খেলে দলকে ২-১ গোলের জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন মেসি। যার সুবাদে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

২০০২ সালে বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার চালু হওয়ার পর থেকে সবচেয়ে বেশিবার (৮) এটি হাতে তুলেছেন মেসি। দ্বিতীয় স্থানে আছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (৭)। তৃতীয় স্থানে নেদারল্যান্ডসের আরিয়ান রোবেন (৬)।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।