নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাজতে
হত্যা এবং বিস্ফোরক মামলায় নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ব্যাপারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রবিউল ইসলাম জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ২০১৫ সালে জাতীয় শোক দিবস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ২৯ আগস্ট শহরের স্টেশন বাজার এলাকায় সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। ওই সময় শহরতলীর তেবাড়িয়া এলাকা থেকে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসার সময় মিছিলে গুলি চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে হুগোবাড়িয়া এলাকার রাজীব হোসেন ও নাজমুল হোসেন গুলিবিদ্ধ হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিবের মৃত্যু হয়। এঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলুসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মোট ১০০ জনকে অভিযুক্ত করে দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুপুরে আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে আবুল ব্যাপারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রেজা/ এমএএস/এবিএস