ঋণে জর্জরিত এক বৃদ্ধের আত্মহত্যা


প্রকাশিত: ১২:২২ পিএম, ১২ মার্চ ২০১৬

খাগড়াছড়িতে ঋণে জর্জরিত হয়ে মো: আহাম্মদ আলী (৫২) নামে এক ব্যক্তি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ভোরের দিকে পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আহাম্মদ আলী পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।

মৃত আহাম্মদ আলীর স্ত্রী জামেনা খাতুন বলেন, প্রতিদিনের মতোই শুক্রবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তার স্বামী। তিনিও নাতী-নাতনী নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে যান। ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে স্বামীর ঘরে গিয়ে দেখেন তিনি বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে লিচু গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আবদুল জব্বার ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গ্রামবাসীর উপস্থিতিতে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ নামানো হয়।

ঋণে জর্জরিত হয়েই আহাম্মদ আলী আত্মহত্যা করে থাকতে পারেন বলেন দাবি তার আত্মীয়-স্বজনদের।

পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জব্বার জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রী জামেনা খাতুন পানছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দাযের করেছেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।