টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ১০:০৮ এএম, ১৫ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম।

টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা নতুন পরিবেশ, বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ। আমার দলের মূল শক্তির দিক হলো বোলিং। ভারত শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো তাদের ১২০-১৩০ এর মধ্যে ধরে রাখতে।’

বাংলাদেশ দল : 
জাহানারা আলম, আয়শা রহমান, শারমিন আক্তার, সানজিদা ইসলাম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, লতা মন্ডল, সালমা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা খাতুন ও খাদিজা তুল কুবরা।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।